শেরপুরে জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর আহ্বায়ক রিফাত খান, সদস্য সচিব মোঃ রাশেদুজ্জামান মহসিন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫ শিক্ষার্থী ও জনসেবায় ২০২৩ইং সাল থেকে অগ্রণী ভূমিকা রাখা সামাজিক ও শিক্ষামূলক সংগঠন “জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শেরপুর” এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ১৭ই জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় সংগঠনের গৌরীপুরস্থ জেলা কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠন এর জেলা শাখার সাবেক সভাপতি রিফাত খান কে আহ্বায়ক এবং কামারেরচর ইউনিয়ন শাখার সাবেক আহ্বায়ক মোঃ রাশেদুজ্জামান মহসিন কে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে ১৪ই জুলাই সোমবারে শেরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভার মাধ্যমে সকলের সম্মতিক্রমে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজকর্মী এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে “জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শেরপুর ” আরও শক্তিশালী এবং সক্রিয়ভাবে শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। আহ্বায়ক রিফাত খান বলেন, “আমরা দল-মত নির্বিশেষে শেরপুর জেলা ও জেলার সকল শিক্ষার্থীদের কে ভালোবেসে নিজেদের ভাই-বোন মনে করে একসঙ্গে কাজ করবো। সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক ও শিক্ষামূলক সহযোগিতা অব্যাহত রাখাই আমাদের লক্ষ্য।” সদস্য সচিব মোঃ রাশেদুজ্জামান মহসিন বলেন, “এই সংগঠন শুধু একটি নাম নয়—এটি আমাদের ভালোবাসার প্রতীক। আমরা একযোগে শেরপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো। সংগঠন সূত্রে জানা যায়, খুব শিগগিরই পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে ও নতুন কমিটির অধীনে একাধিক সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ এবং মানবিক কার্যক্রম হাতে নেওয়া হবে। রিফাত খান ।। SHARES সারা বাংলা বিষয়: