গোপালগঞ্জ সংঘর্ষে গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু ঢামেকে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

শেখ ফরিদ আহমেদ ।।

গোপালগঞ্জের ১৬ জুলাই বুধবার এনসিপির পদযাত্রা ও সমাবেশ কেন্দ্রিক সহিংসতায় আরো একজনের মৃত্যু। গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী (২৮) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত পৌনে ২টার দিকে মারা গেছেন। তিনি সদর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা।
রমজানের ভাই ইমরান মুন্সী জানান, বুধবার দুপুরে চৌরঙ্গী কোর্ট এলাকা দিয়ে ফেরার পথে সংঘর্ষে অজ্ঞাত গুলিতে তার ভাই গুরুতর আহত হন। প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও পরে ঢামেকে নেওয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এর আগে বুধবার সংঘর্ষে চারজন নিহতদের কথা জানান হয় তারা হলেন সোহেল মোল্লা (৩৫), দীপ্ত সাহা (২৫), ইমন তালুকদার (১৭) ও রমজান কাজী (১৮)।
ঢামেকে আরও দুজন আশঙ্কাজনক গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তারা হলেন সুমন বিশ্বাস (২০) ও আব্বাস আলী সরকার (৩০)