মনোহরদীর বীর আহম্মদপুরে যুব সমাজের উদ্যোগে কাঁচিটান ও লাঠিখেলা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

মোঃ হিমেল মিয়া।।

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর আহম্মদপুর গ্রামের নামা পাড়ায় আজ শনিবার বিকেল ৪টায় যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাঁচিটান ও লাঠিখেলা। এই আয়োজনে উপস্থিত দর্শকদের ভিড়ে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বিবাহিত বনাম অবিবাহিত দলের কাঁচিটান ফাইনাল খেলা। দ্বিতীয় পর্বে ছিল সাগরদী দলের মনোমুগ্ধকর লাঠিখেলা প্রদর্শনী। পুরো অনুষ্ঠানটি স্থানীয় সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার এক চমৎকার উদাহরণ হিসেবে প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল ফজল। তিনি বলেন, > “এই ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা গ্রামবাংলার শিকড়ের সঙ্গে আমাদের নতুন প্রজন্মকে যুক্ত রাখে। প্রযুক্তির আসক্তি ও মাদকের ছায়া থেকে যুব সমাজকে সরিয়ে আনতে এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য জনাব রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন রুহুল আমিন সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুদ পারভেজ, রূপক মোড়ল, শ্রমিকদল নেতা বেলায়েত হোসেন খোকা, জাকির হোসেন, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, রাসেল, সাদ্দাম, মোবারকসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক জনাব শামীম। কাঁচিটান খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলাল উদ্দিন ফকির। সহযোগিতায় ছিলেন আব্দুর রউব, সুমন, চন্দনসহ স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। নারী-পুরুষ সকল শ্রেণির বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। দর্শকদের মতে, গ্রামবাংলার হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ফিরিয়ে আনা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানটি সরাসরি কভার করেন।