বোয়ালমারীতে সদ্য প্রয়াত বিএনপির সভাপতির স্মরণ সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫ Abdullah Al Mamun Rony।। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) মরহুম খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়াসহ প্রয়াত নেতাদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে হাসপাতাল রোডস্থ সামসুদ্দিন মিয়া ঝুনু’র বাসভবনে শনিবার (১৯ জুলাই) বিকেলে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিয়া মিলু’র সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু। তিনি বলেন, বিএনপির সৃষ্টিলগ্ন যারা অক্লান্ত পরিশ্রম করে স্থানীয়ভাবে বিএনপিকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করেছে আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। অনেক ত্যাগ তিতিক্ষা জুলুম নির্যাতনের শিকার হয়ে জাতীয়বাদী আদর্শকে সম্মানজনক স্থানে দাঁড় করিয়ে গেছে। তাদের সেই নীতি আদর্শকে আমাদের মনেপ্রাণে ধারণ করতে হবে। শোককে শক্তিতে রুপান্তরিত করে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী’র সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. আব্দুস সবুর শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জাকির হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম রসূল বিশ্বাস, উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক বিশ্বজিৎ কুমার সরকার, পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক সৈয়দ মোহাম্মদ আলী, চতুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. একলিম শরীফ, আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ইসরাফিল মোল্যা, মধুখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাহিদ মোল্যা, শ্রমিকদল নেতা কামাল হোসেন, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন সালেহ্ রুবেল, ছাত্রদল নেতা জুয়েল, সাব্বির প্রমুখ। স্মরণ সভায় অন্যান্য বক্তারা বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিল হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করেন। SHARES সারা বাংলা বিষয়: