বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫
মো: সাইদুল ইসলাম।।
বরিশালের বানারীপাড়ায় “পরিকল্পিত বনান করি,সবুজ বাংলাদেশ ঘড়ি” প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার ১০ টায় বানারীপাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ’র সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) মো: কবির হোসেন পাটোয়ারী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ,উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফখরুল ইসলাম মৃধা,জেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা,থানা (ওসি তদন্ত) শতদল মজুমদার,বন বিভাগের কাশিপুর রেঞ্জ কর্মকর্তা আলমগীর হোসেন,বানারীপাড়া উপজেলা বন কর্মকর্তা মো: তাহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন,উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মো শিহাব উদ্দিন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি মো: সাইদুল ইসলাম,সাধারন সম্পাদক জাকির হোসেন,ছাত্র প্রতিনিধি মো: সাব্বির আহমেদ, সাংবাদিক মো: ইলিয়াস শেখ, সাংবাদিক মাইদুল ইসলাম শফিক,নুরুজ্জামান পলাশ প্রমুখ।