গোপালগঞ্জে কারফিউ শিথিল হলেও আতঙ্ক অব্যাহত, অতিরিক্ত বন্দি পাঠানো হয়েছে পিরোজপুর ও বাগেরহাট কারাগারে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

শেখ ফরিদ আহমেদ।।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতার পর জারি করা কারফিউ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হলেও জনমনে আতঙ্ক কাটেনি। জরুরি প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে এবং রাস্তায় জনসাধারণের উপস্থিতি খুবই কম।
শহরের চৌরঙ্গী, বটতলা, কালিবাড়ী, বিসিক, লঞ্চঘাট ও থানাপাড়া এলাকা ঘুরে দেখা গেছে—কিছু মানুষ প্রয়োজনীয় কাজে বের হলেও পরিবহন ও যাত্রী সংকট রয়েছে। রিকশাচালকরা যাত্রী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন চালক জানান, “গত তিন দিন ধরেই রিকশা চালাচ্ছি, কিন্তু আয় নেই বললেই চলে।”
অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার জানান, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং অভিযান চলমান রয়েছে। অভিযান পরিচালনার সময় নিরপরাধ কেউ যেন আটক না হয়, সে দিকেও দৃষ্টি রাখা হচ্ছে।
এদিকে গোপালগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা যায়, বন্দী সংকুলান না হওয়ায় ১০০শত বন্দীকে পিরোজপুর ও বাগেরহাট কারাগারে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কারা কর্তৃপক্ষ একটি তালিকাও প্রকাশ করেছে, যাতে পরিবারের সদস্যরা তাদের খোঁজ নিতে পারেন। আজ নতুন করে ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে মোট গ্রেফতার ২৮৩ জন । এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে জানানো হয় গ্রেফতার অভিযান চলমান থাকবে এবং রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ফের কারফিউ জারি থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে।