বগুড়া শাকিল এর নৃশংস হ/ত্যা/কাণ্ডের ২ নম্বর আসামি মোঃ রাজু শেখ ঢাকার নিকেতন এলাকা থেকে র্যাবের অভিযানে গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫ মোঃ আবু সাঈদ।। বগুড়ার আলোচিত শাকিল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ রাজু শেখ (৪০)–কে ঢাকার গুলশান থানাধীন নিকেতন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র্যাব-১, সিপিসি-১, উত্তরা এর যৌথ অভিযানিক দল। র্যাব-১২ সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানে পরিচালিত এই অভিযানটি ছিল পরিকল্পিত ও গোপন তথ্যভিত্তিক। জানা যায়, নিহত শাকিল তার ১৪ বছরের মেয়ের বিয়েতে রাজি না হওয়ায় গত ১৪ জুন দুপুরে বগুড়া সদর থানাধীন শীববাটি এলাকায় প্রথমে হামলার শিকার হন। পরে একই দিন বিকেলে ফুলবাড়ী মৃধাপাড়ার করতোয়া নদীর পাড়ে ৫-৬টি মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নির্মমভাবে মারধর করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় ১৭ জন এজাহারভুক্ত ও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ২৮, তারিখ- ১৪/০৬/২০২৫, ধারা- ৩৬৪/৩০২/৩৪ দণ্ডবিধি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, উক্ত মামলার ২ নম্বর আসামি মোঃ রাজু শেখ ঢাকার নিকেতন এলাকায় আত্মগোপনে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২ ও র্যাব-১ এর যৌথ অভিযানিক দল গতকাল রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর গুলশান থানাধীন নিকেতন এলাকার রোড নম্বর ৩, বাড়ি নম্বর ২২–এর সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ রাজু শেখ, পিতা- মোঃ সলু, সাং- শীববাটি ঘোড়া পাড়া, থানা- সদর, জেলা- বগুড়া। তাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অপরাধীদের ধরতে তাদের এ ধরণের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলমান থাকবে। SHARES সারা বাংলা বিষয়: