খুলনার কয়রার শাকবাড়ীয়া নদীতে অবমুক্ত করা হলো জব্দকৃত ৭০০ কেজি কাঁকড়া দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল।। খুলনার কয়রায় বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাঁকড়া শাকবাড়ীয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।২৭ জুলাই রবিবার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয়পাল এ আদেশে উক্ত কাঁকড়া অবমুক্ত করা হয়।কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের খাল এলাকায় কপোতাক্ষ নদীতে অভিযান চালানো হয়। তবে যৌথ অভিযানের খবর জানতে পেরে চোরাকারবারী ও ট্রলারের মাঝি ৭০০ কেজি কাঁকড়া এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।তিনি বলেন, জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। এসময় চোরাকারবারীরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব কাঁকড়া আহরণ করে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। SHARES সারা বাংলা বিষয়: