পুনর্জাগরণ উপলক্ষে দুর্গম অঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” এর অংশ হিসেবে ২৮ জুলাই (সোমবার) বরগুনা জেলার বামনা উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।
কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ কন্টিনজেন্টসমূহের ব্যবস্থাপনায় সরোয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলা এই ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক সার্জন লেফটেন্যান্ট কমান্ডার স্বপ্নীল কুমার রায়-এর নেতৃত্বে একটি চিকিৎসক দল স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুসহ শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
চিকিৎসা সেবার আওতায় সাধারণ রোগ থেকে শুরু করে জটিল রোগেও সেবা প্রদান করা হয়। রোগীদের মধ্যে ছিল বিভিন্ন বয়সী মানুষ—শিশু, বৃদ্ধ, নারী এবং শারীরিকভাবে দুর্বল রোগী, যারা প্রাতিষ্ঠানিক চিকিৎসা পেতে সাধারণত দুর্ভোগ পোহায়।
সেবা গ্রহণকারীদের চোখে-মুখে ছিল স্বস্তি আর কৃতজ্ঞতার ছাপ। তারা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অতীতেও তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে সরকারি চিকিৎসা সুবিধা অপ্রতুল হলেও, বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে এক আশার আলো। “পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প যেন ছিল একটি সামাজিক জাগরণের বার্তা।
মোঃ শাহজালাল ।।