৫ আগস্টের আনন্দ র্যালি সফল করতে কাহালুতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ মোঃ আবু সাঈদ।। আগামী ৫ আগস্ট বগুড়ার কাহালুতে বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য ‘আনন্দ র্যালি’ সফল করার লক্ষ্যে আজ ৩০ জুলাই মঙ্গলবার কাহালু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত প্রস্তুতি সভায় কাহালু উপজেলা ও পৌর বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সভায় বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন। সভায় বক্তারা বলেন, সরকারবিরোধী আন্দোলন ও দলের চলমান কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। র্যালিকে সফল ও স্বতঃস্ফূর্ত করতে কাহালুর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আসন্ন কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে সভায় জানানো হয়। সভা শেষে নেতাকর্মীরা ৫ আগস্টের র্যালিকে সফল করতে বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেন এবং এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। SHARES সারা বাংলা বিষয়: