আটঘর–কুড়িয়ানা পেয়ারা বাগানে পরিবেশ রক্ষায় প্রশাসনের কড়া নির্দেশনা।সকল প্রকার বাদ্যযন্ত্র নিষিদ্ধ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার জনপ্রিয় ভ্রমণ গন্তব্য আটঘর–কুড়িয়ানা পেয়ারা বাগানে পরিবেশ সুরক্ষা এবং পর্যটন শৃঙ্খলা রক্ষার্থে কঠোর নির্দেশনা জারি করেছে উপজেলা নির্বাহী প্রশাসন।
 নতুন নির্দেশনায় বলা হয়েছে—
 সকল ধরনের বাদ্যযন্ত্র নিয়ে বাগানে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
 নারী ও পুরুষ পর্যটকদের শালীনতা বজায় রেখে ভ্রমণ করতে হবে এবং অশালীন আচরণ বা পরিবেশ নষ্ট হয় এমন কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।
 বড় আকারের বা উচ্চ শব্দসম্পন্ন ট্রলার ও যানবাহনের ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। এর পরিবর্তে ছোট ও মাঝারি ধরনের ট্রলার ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে, যাতে শব্দদূষণ ও নৌপথে বিশৃঙ্খলা এড়ানো যায়।
 পর্যটকদের ব্যবহৃত পলিথিন, আবর্জনা ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানানো হয়েছে, যেন প্রকৃতির সুরক্ষা নিশ্চিত থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন—
> “নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পরিবেশবান্ধব পর্যটন এবং স্থানীয় জনজীবনের সুরক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন পর্যটক ও এলাকাবাসী।
মো মুরশিদ।।