বেড়াখালীতে ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে চলাচল করছে মানুষ,ঘটছে নিয়মিত দুর্ঘটনা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫ শ্যামল কুমার মন্ডল।। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামে রাস্তার উপর দিয়ে নির্মিত সেতুটি প্রায় অর্ধেক অংশ ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে।সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। ঘটছে নিয়মিত দুর্ঘটনা। গত ২২ বছর আগে নির্মিত এই সেতুটির আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হয়ে ভাঙন দেখা দেয় । বর্তমানে রাস্তার অর্ধেক অংশে ভেঙে গভীর খাদে পরিণত হয়েছে।বিষ্ণুপুর থেকে গোবিন্দ কাটি পর্যন্ত চলাচলের প্রধান সড়ক এটি। বিষ্ণুপুর,বেড়াখালী,বাসদহ,টোনা, গোবিন্দকাটি, ভগবান যশবন্তপুর,সোনাতলার প্রায় কয়েক লক্ষ মানুষ নিয়মিতভাবে এই সড়কের উপর দিয়ে চলাচল করে। এলাকাগুলো ব্যবসায়িক এবং শিল্পপল্লী হিসাবে বিবেচিত। বাঁশতলা,বিষ্ণুপুর, নতুনহাট এবং গোবিন্দকাটি বাজারে যাতায়াতের প্রধান সড়কে এটি । ব্যবসায়িক মালামাল আনা নেয়ার ক্ষেত্রে ট্রাক, পিকআপ এবং ভারী যানবাহন গুলো যাতায়াত করতে পারছে না এই রাস্তার উপর দিয়ে। ফলে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ দিয়ে মালামাল আনান নেয়া করতে হচ্ছে। দূর থেকে আগত যানবাহন গুলো পড়ছে নিরন্তর ঝুঁকির মুখে। দ্রুত গতিতে আসা মোটরসাইকেল এবং মাইক্রো গুলো মাঝেমধ্যে খাদে পড়ে স্বীকার হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনার। সেতুটি মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। SHARES সারা বাংলা বিষয়: