মনোহরদীতে গভীর রাতে গরু চুরি, নিঃস্ব হলেন খামারি জুলহাস মোল্লা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫ মো হিমেল মিয়া।। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আবারও সংঘটিত হয়েছে গরু চুরির ঘটনা। গত রবিবার (৩ আগস্ট) দিবাগত রাতে আনুমানিক রাত ৩টার দিকে বীরআহম্মদপুর টানপাড়া এলাকার বাসিন্দা জুলহাস মোল্লার বাড়ি থেকে দুর্বৃত্তরা চারটি গরু চুরি করে নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত জুলহাস মোল্লা জানান, “এই গরুগুলোই ছিল আমার জীবনের সম্বল। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। কীভাবে দিন চলবে বুঝতে পারছি না।” এদিকে এলাকাবাসী অভিযোগ করছেন, সম্প্রতি খিদিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। কয়েকদিন আগেও একই গ্রাম থেকে আরও চারটি গরু চুরি হয়েছিল বলে তারা জানান। এমন ঘটনার পুনরাবৃত্তিতে এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবেই এসব ঘটনা বারবার ঘটছে। অবিলম্বে গরু চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। SHARES সারা বাংলা বিষয়: