জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গুরুদাসপুরে শতাধিক রোগী কে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ এস এম পারভেজ তালুকদার।। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে নাটোরের গুরুদাসপুর চক্ষু হাসপাতালে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চক্ষু চিকিৎসা দেয়া হয়। সরেজমিনে দেখা গেছে, প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের আওতাভুক্ত চক্ষু হাসপাতালটির মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক ও ইনচার্জ মো. আশরাফুল ইসলামের তত্বাবধানে ওই ফ্রি চক্ষু চিকিৎসা দেয়া হচ্ছে। ডাক্তারের চেম্বার ও কাউন্টারে রোগীদের উপচেপড়া ভীড় লেগেছিল। অধিকাংশ রোগীই দুস্থ এবং পঞ্চাশোর্ধ। চিকিৎসা নিতে এসে উপজেলার বিয়াঘাট গ্রামের মো. জান্টু (৪০), ষাটোর্ধ রহিমা, হুরমত আলীসহ অনেকে জানান, এই দিনে নতুন বাংলাদেশ পেয়েছি। এ কারণে ফ্রি চিকিৎসা পাচ্ছি। চিকিৎসায় সুস্থ্য হয়ে চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের প্রেসিডেন্ট ড. এমএ মুহিত জানান- শহীদদের স্মরণে প্রতিবছর এই দিনে প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের আওতাধীন সকল শাখা চক্ষু হাসপাতালে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে। রোগীদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষাও ফ্রি করা হবে। SHARES সারা বাংলা বিষয়: