ছাত্রদল নেতা হাবিবকে তারেক রহমানের শুভেচ্ছা ও ধন্যবাদ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
মিজানুর রহমান।।   জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ছাত্রদলের শাহবাগ সমাবেশ সফল করায় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মঙ্গলবার এ ধন্যবাদ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, “গত ৩ আগস্ট রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ছাত্র সমাবেশ অত্যন্ত সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এই সাফল্যের পেছনে আপনার আন্তরিকতা, দায়িত্ববোধ, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলাবোধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। আগামীতেও আপনার পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত।” এছাড়াও, সংগঠনের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্রদলের ২৫৮ জন নেতা ছাড়াও মহানগর ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন পত্র প্রদান করা হয়েছে।