মাদকবিরোধী অভিযানে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড – নেতৃত্বে ইউএনও রুয়েল সাংমা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫ নুর মোহাম্মদ খান ।। অদ্য ০৬ আগস্ট ২০২৫ ইং তারিখ, মঙ্গলবার — গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুয়েল সাংমা। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেক আসামিকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।উক্ত অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে সহায়তা করেন নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। সমন্বিত এই অভিযানটি তেলিগাতী বাজার সংলগ্ন এলাকায় মাদকসেবীদের উপস্থিতি এবং জনভোগান্তির বিষয়টি আমলে নিয়ে পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযানের পূর্বে গোপন তথ্যের ভিত্তিতে এলাকাটি চিহ্নিত করেন এবং তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করেন।মোবাইল কোর্ট চলাকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে মাদক সেবন করছিলেন, যা এলাকাবাসীর নিরাপত্তা ও সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অভিযুক্তদের আটকের পর ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুয়েল সাংমা।তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন সবসময় সক্রিয় রয়েছে। মাদক যেমন একটি পরিবারকে ধ্বংস করে, তেমনি গোটা সমাজকেও অন্ধকারে ঠেলে দেয়। আজকের অভিযানটি একটি সতর্ক বার্তা — মাদকের সঙ্গে কোনো আপস নেই।”বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। স্থানীয় জনগণও এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানান।অভিযানের পর এলাকার সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, মাদকের বিরুদ্ধে এমন অভিযান তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য একটি আশার আলো।উপজেলা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ মাদকসেবী ও বিক্রেতাদের জন্য একটি শক্ত বার্তা বহন করছে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রশাসনের এমন ভূমিকা অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আরও জোরালো ভূমিকা পালন করা হবে। SHARES সারা বাংলা বিষয়: