আটঘরিয়ায় উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫ আব্দুল্লাহ আল মামুন ।। ‘উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায়’ প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার (৯ আগস্ট) পাবনার আটঘরিয়া উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাটোর থেকে অনলাইনে এ উদ্বোধন ঘোষণা করেন।উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. বাকী বিল্লা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিমুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী রামকৃষ্ণ পাল, সাব-রেজিস্ট্রার জান্নাতুল ফিজা দিশা প্রমুখ। এছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।উল্লেখ্য, নাটোর থেকে দেশের মোট ১৪টি জেলার ৩০টি উপজেলায় একযোগে অনলাইনে মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। SHARES সারা বাংলা বিষয়: