কোনো ভাবেই কমছে না নবিগঞ্জের যানজট ঈদ যতই ঘনিয়ে আসছে ততই যেন বারছে গাড়ির আনা গোনা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪ মোঃজাহাঈীর আলী তালুকদার।নবিগঞ্জ উপজেলা প্রতিনিধি ।রাস্তা দিয়ে দুই লাইনে গাড়ি চলাচল করার কথা থাকলেও ড্রাইভাররা মানছে না আইন ,চলছে তিন থেকে চার লাইনে গাড়ি যা যান জট লাগার মুল কারণ মনে করেন বাজারে আগত মানুষরা। বাজারে আসা আব্দুল মান্নান (৫০)নামে এক বেক্তি বলেন যদি ঈদের আগ পরযন্ত ড্রাইভারদের আইন অমান্য করলে জরিমানার আওতায় আনা হতো তাহলে কিছুটা হলেও যানযট কমের দিকে যাইত অন্য দিকে জুয়েল মেনশনের সামন হইতে জে কে ইস্কুলের সামনের রাস্তায় ওয়ান বাই গাড়ি চলাচল করার কথা থাকলেও ড্রাইভাররা মানছে না আইন। এক আনসার সদস্য জানান আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি তবে কিছু গাড়ি চালক জে কে ইস্কুলের সামন হইতে জুয়েল মেনশনের সামন আসার চেষ্টা করলেও আমরা উনাদের কে ফিরেয়ে দিচ্ছি উল্টপথে। SHARES সারা বাংলা বিষয়: