কেন্দুয়ায় বলাইশিমুল ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪

কোহিনূর আলম। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভিজিএফ এর ২১৯৭ জন সুবিধাভোগী হত দরিদ্র সাধারণের মাঝে সরকারের দেয়া জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, ইউপি সচিব লিটন চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ রুবেল মিয়া, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়নের নারী ও পরুষ ভুক্তভোগীরা ।

নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী মোছা: রেহেনা আক্তার (৭৫) বলেন, যারা গরীবের জন্যে কান্দে, আল্লায় তাদের দীর্ঘায়ু করুক । আমার স্বামী নাই, ছেলে নাই । ভিজিএফ এর চাল পেয়ে অনেক উপকৃত হয়েছি ।

বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান বলেন, আমরা গত বুধবারেও কিছু চাল বিতরণ করি এবং আজকেও বিতরণ করছি । স্লীপের কোন লোকই খালি হাতে যাবে না ।