বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপণ কর্মসূচি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫ মোঃ ছায়েদ আলী ।। চা শ্রমিকের সেবক সংগঠন ও গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক এবং সততা সমাজ কল্যাণ সংস্থার পরিচালনায়। অদ্য (১০ আগষ্ট রোজ রবিবার) চুনারুঘাট উপজেলার চাকলা পুঞ্জি চা বাগানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপণ কর্মসূচি ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকার দিকে স্থানীয় এলাকাবাসীর জন্য উন্মুক্ত এই কর্মসূচি পরিচালিত হয়, ২৪২ জন মহিলা পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের পক্ষে হতে ২০ টি গাছের চারা রোপণ করা হয়, মসজিদ মন্দির ও মহাসড়কের পাশে।সততা সমাজ কল্যাণ সংস্থার সদস্য ও সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম অনিক,মোঃ ছায়েদ আলী, মোঃ সুয়েল,মোঃ রমজান আলী, ইমরান,শান্ত মৃর্ধা দীপক, ইয়াসিন,চা শ্রমিকদের সেবক সংগঠনের যারা উপস্থিত ছিলেন সভাপতি বিষ্ণু হাজরা রাজুু,সাংগঠনিক সম্পাদক-রোপম তাঁতী,কোষাধ্যক্ষ প্রশান্ত ভট্টাচার্য, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মাখন কৃষ্ণ গোয়ালা, প্রচার সম্পাদক -বাবলু তন্তবায় দীপু, ত্রান বিষয়ক সম্পাদক – শান্ত মৃর্ধা দীপক, সহ- কোষাধ্যক্ষ ও উদোক্তা-লিটন মুন্ডা সদস্য – মহন ভৌমিক,কিয়ন কর্মকার, শিপু ভৌমিক, উপদেষ্টা- সন্তোষ লোহার প্রমুখ।সততা সমাজ কল্যাণ সংস্থার সেচ্ছাসেবী জানান, এই কর্মসূচির মাধ্যমে অনেক মানুষ প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জানতে পারছেন, যা ভবিষ্যতে জরুরি প্রয়োজনে কাজে আসবে। এছাড়াও এটি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছে। সততা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম নিয়মিত ভাবে বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।চাকলা পুঞ্জি এলাকার মেম্বার এলাকা বাসিন্দারা সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আরও বললেন, শ্রীমঙ্গল থেকে এসে, সততা সমাজ কল্যাণ সংস্থা আমাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেন। SHARES সারা বাংলা বিষয়: