অনুদানের অপেক্ষায় এতিম ছাত্রদের নিয়ে বিপাকে গ্রামবাসী : তিনমুঠো খাবার জোগাড়ে হিমসিম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫
হায়দার আলী ।।
 শিক্ষার্থীদের হৃদয়স্পর্শী আবেদন: কাজিগ্রাম কলকলিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য জরুরি ভিত্তিতে বিল্ডিং ও খেলার মাঠ মাসজিদ প্রয়োজন :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কলকলিয়া কাজিগ্রাম,রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জে। গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকাবাসীর সহায়তায় পরিচালিত হয়ে আসছে। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি রয়েছে চরম অবকাঠামোগত সংকটে। অত্র মাদ্রাসায় এতিম ও গরীব পরিবারের শিশুরা বিনা পয়সায় কুরআন শিক্ষা, নৈতিকতা ও প্রাথমিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। কিন্তু তাদের শিক্ষার পরিবেশ আজ প্রশ্নবিদ্ধ।
মাদ্রাসাটি এখনও পাকা ভবনের অভাবে টিনের ঘরে পরিচালিত হচ্ছে। বর্ষাকালে টিনে পানি পড়ে, বই-খাতা ভিজে যায়, শিশু শিক্ষার্থীরা কষ্টে ক্লাস করে। প্রচণ্ড গরমে ঘরের ভেতর টিকে থাকা যায় না। ঠাণ্ডায়ও যথাযথ আশ্রয়ের অভাবে শিশুরা কষ্ট পায়। প্রায় এখানে ৮০ থেকে ১০০ এর উপরে এতিম ছাত্রদের আশ্রয় দিয়ে ধর্মীয় ইসলামিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এমন একটি বিশেষ উদ্যোগে অনেকেই প্রশংসনীয় কথা প্রকাশ করেন। কয়েক গ্রামের মানুষ মিলে এতিম ছাত্রদের তিনমুঠো খাবার জোগাড় করতে এখন হিমশিম খাচ্ছে, সরকারি অনুদান থেকে রয়েছে তারা বঞ্চিত।
বিশেষ করে বিনোদনের জন্য অত্যন্ত জরুরী হয়ে পড়েছে খেলার মাঠ নেই, বন্দী জীবন:খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের একটি অপরিহার্য মাধ্যম। কিন্তু মাদ্রাসা প্রাঙ্গণে খেলার কোনো উপযোগী জায়গা নেই। শিশু শিক্ষার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট্ট একটি টিনের ঘরে বন্দী জীবন কাটায়। নেই মুক্ত বাতাসে দৌড়াদৌড়ি বা শরীরচর্চার সুযোগ। শিক্ষার্থীদের করুণ আবেদন: অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা এখন আশায় বুক বেঁধে আছে। তাদের একটাই আবেদন— সরকারি কোনো দৃষ্টি পড়লেই পাল্টে যাবে এতিম বাচ্চাদের শিক্ষার মান। প্রধান শিক্ষক মোবাইল নম্বর +8801749-679046 মাদ্রাসা কমিটির সেক্রেটারি + 01799204640