কয়রায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল ।।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রেলী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, জেলা বিএনপির সদস্য এমএ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, মোঃ মিজানুর রহমান, যুব সদস্য সুব্রত মুণ্ডা, সুজিত কুমার, আয়েশ আক্তার প্রমুখ ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা – কর্মচারী, উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক – সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।