মনোহরদীতে ছুরির আঘাতে স্কুল ছাত্র নিহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫
মো হিমেল মিয়া।।
রসিংদীর মনোহরদী উপজেলার মনতলা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রিয়াদ (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রিয়াদ পশ্চিম মনতলা গ্রামের খোকন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) রামপুর বাজার খেলার মাঠে ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পূর্ব রামপুর ঈদগাহ মাঠে এক দফা মারামারিও ঘটে।
এর জের ধরে বুধবার বিকেলে মনতলা মাদ্রাসার সামনে রিয়াদকে পেয়ে রামপুর পাঠানবাড়ির মঞ্জিল পাঠানের ছেলে তাইফ (১৮) ও আরও তিন-চারজন অতর্কিতভাবে হামলা চালায়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে রিয়াদকে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, তারা ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।