ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫ মোঃ রিপন শেখ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধু ( ৩৫)নামক মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বেনাপোলগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি মালিগ্রাম এলাকায় পৌঁছালে লাইনে থাকা এক নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত হলো, ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি গ্রামের সহিদুল শেখের এর স্ত্রী রেনজু বেগম। রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, আমরা খবর পাই মালিগ্রাম রেলওয়ে লাইনে কাটা পড়ে রেঞ্জু (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। SHARES সারা বাংলা বিষয়: