কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ পালিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে । রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় । সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছা: খাদিজা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান (রনি), মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অনিকা আক্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৎস্য চাষী জসিম উদ্দিন আহম্মেদ খোকন, উপজেলা জামায়াতের আমির সাদেকুুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. নূরুল হক, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম বাশার, উপজেলা এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ হাসান, মৎস্য চাষী আবুল হাশেম । উক্ত অনুষ্ঠানে মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তি অবলম্বনে মৎস্য চাষে উৎসাহিত করা হয় । এবং সর্বশেষ র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য চাষী, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ । কোহিনূর আলম ।। SHARES সারা বাংলা বিষয়: