ভাঙ্গায় বন্ধুর ছুরি আঘাতে বন্ধু খুন ঘাতক বন্ধু র‍্যাবের হাতে আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় বিলের মধ্যে ভাসমান অবস্থায় এক যুবকের  মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার তুজারপুর চাড়ালদিয়া  বিলের ভিতরে লাশের পঁচা-দূর্ঘন্ধ ছড়িয়ে পরলে টের পায় স্থানীয়রা। এর পর অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বিলের মধ্যে লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানার পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানার নিয়ে আসে। এর পরে থেকে অভিযান চালায়
ফরিদপুর জেলা র‍্যাব-১০-এর একটি দল হত্যার রহস্য উদ্ঘাটনে অভিযানে  তথ্যপ্রযুক্তির মাধ্যমে জহুরুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। তখন র‍্যাবের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে। এ সময় হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেল, মানিব্যাগ, ব্যবহৃত পোশাক ও ছুরি জব্দ করে।
এ বিষয়ে র‍্যাব ফরিদপুর-১০-এর কমান্ডার অফিসার তরিকুল ইসলাম বলেন, রেদওয়ান ও জহুরুল দুই বন্ধ একসাথে ছিল। জহুরুলের বসতঘরেই ঠান্ডা মাথায় খুন করে। রেদোয়ান,তাদের এই বন্ধুত্বের মধ্যে একসময় সমকামী ভাব উদয় হয়। দুজনের মধ্যে চলতে থাকে সমকামীতা। গত ১৩ আগস্ট রেদোয়ান বিকেলের দিকে জহিরুলের বাড়িতে আসে এবং সমকামীতায় লিপ্ত হতে চায়। জহিরুল তাতে আপত্তি জানায়। এসময় রেদোয়ান জহিরুলকে আমার কাছে তোমার যে ভিডিও আছে আমি সেগুলো সোস্যাল মিডিয়ায় ছেড়ে দিব। জহিরুল চিন্তা করেছে এই সমকামীতার ভিডিও ছেড়ে দিলে আমার মানসম্মান যাবে,সমাজের কাছে আমি মুখ দেখাতে পারবো না।একারণেই জহিরুল রাগে চাকু দিয়ে প্রথমে রেদোয়ানের গলায় আঘাত করে। প্রচন্ড রক্ত ঝড়ার কারনেই পাঁচ মিনিটের মধ্যেই রেদোয়ানের মৃত্যু হয়।মোবাইল ঘটনা নিয়ে ঘাতকের ক্ষোভ ছিল। এ থেকেই মূলত খুন করেছে সে।ভাঙ্গা থানার তদন্তকারী অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) রামপ্রসাদ জানান, গতরাত ১২টায় রেদওয়ানের মা রাবেয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা এখনো কাগজে-কলমে আসামিকে পাইনি। শুনেছি র‍্যাব একজন কে আটক করেছে।

মোঃরিপন শেখ ।।