মনপুরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ ভোলার মনপুরা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সম্প্রসারণ কৃষি অফিসার মাহমুদ আবদুল্লাহ আল নোমান, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আকাশ সমদ্দার, মাহতাফ অপু ভূইয়া, ডাঃ কামাল উদ্দিন,মাওঃ আমিমুল ইহসান জসিম, মফিজুর রহমান মিলন এবং আবদুল মান্নান হাওলাদার।অনুষ্ঠানে বক্তারা মৎস্যখাতের দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান তুলে ধরেন। এছাড়া, জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি এবং সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করেন।অনুষ্ঠান শেষে মৎস্য চাষে সফল উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কৃত হন মফিজুর রহমান মিলন, মোঃ কামাল উদ্দিন এবং আবদুর রহিম ফরাজী।উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানান, অবৈধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মৎস্য অফিসে জানানোর আহ্বান জানান। মহিব্বুল্যাহ ইলিয়াছ।। SHARES সারা বাংলা বিষয়: