কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল কারাগারে প্রেরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

আওয়ামী সরকারের আমলে দায়েরকৃত মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা সি এম এম আদালতের বিচারক।
১৮ আগস্ট (বুধবার) আদালতে আত্মসমর্পণ করতে গেলে  বিচারক এ আদেশ দেন। মামলাটি দীর্ঘদিন ধরে চলমান থাকলেও হঠাৎ করে কারাগারে প্রেরণের নির্দেশে স্থানীয়ভাবে রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা শুরু হয়েছে।
এ ঘটনায় বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতাকর্মীরা অবিলম্বে শহিদুল ইসলাম বাবুলের নিঃশ’র্ত মুক্তির দাবি জানান এবং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মোঃ রিপন শেখ ।।