টেকনাফে ১ কোটি ৫০ লক্ষ টাকার ইয়াবা ও ইজিবাইকসহ গেপ্তার-১ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ টেকনাফে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১টি ইজিবাইকসহ এক মাদক পাচারকারীকে গেপ্তার করেছে কোস্ট গার্ড।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, সোমবার (১৮ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ সদর কর্তৃক মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় এক কোটি ৫০লাখ টাকার ইয়াবাসহ একজনকে গেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মেহেদী হাসান আরফাত ।। SHARES সারা বাংলা বিষয়: