আধুনিক হাসপাতালের উন্মুক্ত স্থানে ফেলা বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ, সংক্রমণের ঝুঁকি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ আশিকুর রহমান চৌধুরী পনি ।। নাসিরনগর আধুনিক হাসপাতাল (প্রাঃ) লিমিটেড। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা সদর হাসপাতালের পাশে অবস্থিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এর মূল ফটক দিয়ে হাসপাতাল ঢুকতেই নাকে ভেসে আসে বর্জ্যের দুর্গন্ধ। উন্মুক্ত স্থানে বর্জ্য রাখায় হাসপাতাল চত্বরে দুর্গন্ধ ছড়িয়ে ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনেরা। হাসপাতালের একমাত্র পথটি ডাস্টবিনের পরিণত হলেও যেন দেখার কেউ নেই। এ নিয়ে দায়সারা জবাব হাসপাতাল কর্তৃপক্ষের। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের সামনে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে বিভিন্ন বর্জ্য। এসব বর্জ্যের মধ্যে রয়েছে রক্তের গজ, ইনজেকশনের সিরিঞ্জ, হ্যান্ড গ্লাভস, মাস্ক, ঔষধের কাভার সহ নানা ধরনের চিকিৎসা বর্জ্য। সাধারণ বর্জ্যের সঙ্গে সেগুলো সব পচে গলে একাকার হচ্ছে। বৃষ্টি কিংবা দূষিত পানির সঙ্গে পরে সেগুলো মিশছে খাল ও পুকুরে। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি হুমকিতে পড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসা নিতে আসা নজরুল মিয়া বলেন, আধুনিক হাসপাতালে সামনে বর্জ্য আবর্জনা গুলো পচে বিকট দুর্গন্ধ ছড়িয়ে হাসপাতালের ওয়ার্ড পর্যন্ত চলে আসে এসব দুর্গন্ধ সহ্য করা যায় না। আধুনিক হাসপাতালের চেয়ারম্যান ডাঃ ইশরার কামাল কাছে খোলা জায়গায় ময়লা ফেলা ঠিক কি না জানতে চাইলে তিনি বলেন, ময়লার বিষয়টা আমার চোখে পড়েছে আমি অলরেডি অর্ডার করেছি এটি পরিষ্কার করার জন্য। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া এ বিষয় বলেন, বর্জ্য ময়লাগুলো এমন জায়গায় রাখতে হবে যেন মানুষের কোন ক্ষতি না হয়, বিষয়টি নিয়ে আমি কথা বলবো। SHARES সারা বাংলা বিষয়: