বেলকুচি তে হযরত মুহাম্মাদ সঃ বিরুদ্ধে কু-রুচিপুর্ণ মন্তব্য ফেসবুকে লেখার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষনা মুসলিম উম্মাহ’র দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ মনিরুল ইসলাম।। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী গ্রামের আমজাদ হোসনের পুত্র, শাকিল আহমেদ নামের এক মাদকাসক্ত ব্যক্তি গত ১৮ ই আগষ্ট সোমবার রাত্রি ১০ঃ০০ ঘটিকার সময় তার ব্যক্তিগত ফেসবুক shakil Ahmed নামক আইডি থেকে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মাদ সঃ এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তার এই বাজে মন্তব্য করার কারনে বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র হৃদয়ে আঘাত এনেছে। সেই আঘাতের কারনে মুসলমানদের ভিতর আবেগের জায়গা থেকে চরম উত্তেজনার সৃস্টি হয়। এবং তাৎক্ষণিক নাস্তিক শাকিল আহম্মেদের বিরুদ্ধে তামাই গ্রামে হাজার হাজার মুসলিম একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করে। উক্ত মিছিলে নাস্তিকদের আস্থানা বেলকুচি তে হবে না শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নাস্তিক শাকিল আহমেদের বিরুদ্ধে উত্তেজিত জনতাকে ইসলামের মুরুব্বিগণেরা বলেন নাস্তিক শাকিল আহমেদ বাংলাদেশে নাই। সে এখন মালেশিয়া প্রবাসি। তাই আমরা তাকে বিদেশ থেকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত আনা ও আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি এবং নাস্তিক শাকিল আহমেদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়ার জন্য জোর দাবী করছি। এদিকে বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বণি আমিন তার ব্যক্তিগত ফেসবুকে পেজে নাস্তিক শাকিলের ঘরবাড়িতে হামলা না করার আহবান জানিয়েছেন। ফেসবুকে পোস্টকারী নাস্তিক শাকিলের ফাঁসির দাবীতে ১৯ শে আগষ্ট বিকেলে মিছিলের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলনের আলেমা ওলামা সহ সকল মুসলিম উম্মাহ। SHARES সারা বাংলা বিষয়: