কয়রায় বারসিকের এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল ।। কয়রায় বারসিকের এনগেজ প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী’র সভাপতিত্বে উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বারসিকের প্রকল্প সমন্বকারী মাহবুবুর রহমান। প্রকল্পের টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্র’র পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ কামাল হোসেন, ফরহাদ হোসেন, উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু হাসান, বারসিকের বাবলু জোয়াদ্দার, এনজিও প্রতিনিধি আতাউর রহমান, সিএসও নেটওয়ার্কের পলাশ, শ্রাবন্তী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সিএসও নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় যে, এনগেজ প্রকল্পে জলবাযুু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে ক্ষতিগ্রস্থ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় খুলনা ও সাতক্ষীরা জেলার বিশ হাজার দরিদ্র প্রান্তিক নারী-পুরুষ, যুব, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণ যাদের কমপক্ষে ৫০% নারী ও ৫০% পুরুষ উপকৃত হবেন। যেসমস্ত মানুষ জলবায়ু ঝুঁকির কারণে স্বাস্থ্য নিরাপত্তা এবং জীবিকার সংকটে রয়েছেন, তারা সক্ষমতা বৃদ্ধি, নানাবিধ সহায়তা এবং প্রচারণা থেকে উপকৃত হবেন। এছাড়া উক্ত প্রকল্পে টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রকল্পে স্টুডেন্ট ফোরাম গঠন ও ওরিয়েন্টেশন, দ্বি-মাসিক স্ট্যাডি সার্কেল তৈরি, স্কুল/কলেজ লাইব্রেরীতে বই ও সরঞ্জাম প্রদান, স্টুডেন্ট ফোরামের জন্য মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও কম-কার্বন বিকল্প প্রশিক্ষণ, ফোরাম থিয়েটার গ্রুপ গঠন ও প্রশিক্ষণ, পরিবেশ সাংবাদিকদের ওরিয়েন্টেশন ও রিপোর্টিং প্রশিক্ষণ, গণতন্ত্র সংলাপ ও যৌথ কর্মসূচী (ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে), সামাজিক বনায়ন ও জলবায়ু অভিযোজন ক্যাম্পেইন, স্কুল ও কলেজ পর্যায়ে পরিবেশ মানবাধিকার সপ্তাহ পালন, ফোরাম থিয়েটার গ্রুপের মাধ্যমে সচেতনতামূলক নাট্য আয়োজন, ইউডিসি সেবা দাতাদের প্রশিক্ষণ, উপজেলা পর্যায়ে ডিজিটালাইজেশন ও তথ্য অধিকার মেলা, তথ্য অধিকার বিষয়ক দরখাস্ত মা ও শিশুর মনিটরিং, আঞ্চলিক নীতি সংলাপসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। SHARES সারা বাংলা বিষয়: