সরকারি যাত্রা ছাউনি দখল করে গোডাউন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫ মো. আজিজার রহমান।। দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় পুলিশ ফাঁড়ি (যাত্রী ছাউনি) এখন আর চিনে ওঠার উপায় নেই। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সেটি দখল করে বানিয়ে নিয়েছেন ব্যবসায়িক গোডাউন।সরেজমিনে দেখা যায়, ওই এলাকার মতিয়ার রহমানের ছেলে শাকিল ও তার সহযোগীরা ওই স্থাপনাটি তালা ঝুলিয়ে ভেতরে ব্যবসা করছেন। জানালাগুলো পলিথিনে ঢেকে দেওয়া হয়েছে, ফলে বাইরে থেকে চেনার উপায় নেই, একটি রাত্রীকালীন টহল পুলিশ ও গ্রাম পুলিশের জন্য নির্মাণ করা হয়েছে ঘরটি। দেখে গোডাউন বলেই মনে হয়। স্থানীয়দের দাবি, এটি ছিল সরকারি পুলিশ ফাঁড়ি বা যাত্রীছাউনি। তবে শাকিলের পক্ষ থেকে বলা হয়, জায়গাটি তাদের ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় তারা সেখানে গোডাউন করেছেন। ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, “ফাঁড়িটি প্রশাসনের হলেও এখন দখলে রয়েছে। বিষয়টি আমার জানা ছিল না।”খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, “পুলিশ ফাঁড়ি ব্যক্তি মালিকানাধীন হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিষয়টি জেনেছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “আমি প্রথমবারের মতো বিষয়টি জানলাম। চেয়ারম্যান ও থানার ওসির সাথে কথা বলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” SHARES সারা বাংলা বিষয়: