ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের নাছিরাবাদ  গ্রাম থেকে (২৩শে আগস্ট) শনিবার দুপুরে ছামিয়া আক্তার(২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাংগা থানার পুলিশ। সে ঐ গ্ৰামের জালাল উদ্দিন ফকির এর কন্যা এবং ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের মৃত মোকসেদ কারিকর ছেলে  মুরাদ কারিকরের প্রথম স্ত্রী। তাদের সংসারে রাইসা মনি( ৭) নামে তার একটি কন্যা সন্তান রয়েছে। মুরাদ কারিকর গোপনে দ্বিতীয় বিবাহ করাতে আজ সকালে  দুই জনে মধ্যে ঝগড়া হয়।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রিফাত হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার বেলা ১১টার দিকে ছামিয়া আক্তার তার বাবার বাড়ির বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। নিহতের পরিবার জানিয়েছেন মুরাদ দ্বিতীয় বিবাহ করায় দীর্ঘদিন যাবত স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিলো। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ রিপন শেখ ।।