ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপ ও লন্ডনের চিকিৎসক দলকে সংবর্ধনা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫ শরীফ আহমদ চৌধুরী ।। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে ইউরোপ ও লন্ডনের চিকিৎসক দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ইউরোপ ও লন্ডনের চিকিৎসক দলের সদস্যরা। আগমনের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায় মৌলভীবাজারের ইম্পেরিয়াল হাসপাতাল, সিলেট সীমান্তিক হাসপাতাল এবং সিলেট নেক হাসপাতালের কর্মকর্তারা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম, ম্যানেজিং ডাইরেক্টর জাকির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুবিন খান, গোলাম রাসুল মহি, আবুল হোসেন, আব্দুল আজিজ, টিম সহকারী সাহান মিয়া, বাংলাদেশ প্রতিনিধি মোঃ আদিল মিয়া তালুকদার, এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা সৈয়দ বেলাতে আলী লিমন। এই চিকিৎসক দলে লন্ডনের পাশাপাশি ইতালি ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকরাও যুক্ত আছেন। সংবর্ধনা শেষে দলটি হোটেলে পৌঁছে স্বল্প বিশ্রাম নেন। মাত্র ৩০ মিনিট পরই তারা সীমান্তিক হাসপাতালে গিয়ে ফ্রি চিকিৎসা কার্যক্রম শুরু করেন। তাফিদা রাকিব ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। বিদেশি চিকিৎসকদের সরাসরি অংশগ্রহণে সিলেট অঞ্চলের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।” ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. মুবিন খান জানান, বিদেশি চিকিৎসকদের এই উদ্যোগ দেশের বেসরকারি স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। স্থানীয় হাসপাতালের কর্তারা মনে করছেন, এই উদ্যোগ শুধু চিকিৎসা নয়, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পৃক্ততা আরও বাড়াবে। এদিকে সীমান্তিক হাসপাতালের ফ্রি চিকিৎসা কার্যক্রমে রোগীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিদেশি চিকিৎসকদের এ উপস্থিতি সিলেট অঞ্চলে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। SHARES সারা বাংলা বিষয়: