হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম ।।গতকাল রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজা মন্ডপ, মন্দির পরিদর্শন করেন পুলিশ সুপার হবিগঞ্জ এ এন এম সাজেদল ইসলাম।এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, দুর্গাপূজায় যাতে মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্যের যাচাই-বাছাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। তিনি বলেন, এ ব্যাপারে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (এসবি), সাইবার মনিটরিং টিমসহ জেলা পুলিশ সর্বদা কাজ করছে। SHARES সারা বাংলা বিষয়: