নাসিরনগর থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন মাকছুদ আহাম্মদ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫ মোঃ সাইফুল ইসলাম।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মাকছুদ আহাম্মদ (বিপি-৮২১১১৩৪৫১২)। রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে নাসিরনগর থানায় পদায়ন করা হয়। পরদিন, ২৯ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মাকছুদ আহাম্মদ বলেন,ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জনপদ নাসিরনগরে প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। চলমান দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নাসিরনগর থানার পুলিশ সদস্যরা সর্বাত্মক প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সবার সহযোগিতায় আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত নাসিরনগর গড়ে তুলতে সক্ষম হবো।” উল্লেখ্য, পুলিশ পরিদর্শক মাকছুদ আহাম্মদ এর আগে ব্রাহ্মণবাড়িয়া লাইনওয়ার পুলিশ ইউনিটে কর্মরত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: