কোটালিপাড়ার আমতলিতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ভিডব্লিউবি কার্ডধারিদের চাউল বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫ শেখ ফরিদ আহমেদ ।। গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার আমতলী ইউনিয়নে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ভিজিএফ (VWB) প্রকল্পের চাল বিতরণ করেছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার পর সরেজমিনে আমতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন শাহ ও প্রশাসনিক কর্মকর্তা লিপিকা ঘরামীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভিডাব্লিউবি কার্ডধারীদের নামে ব্যাংক হিসাব না খুলে এবং সঞ্চয় বাবদ নির্ধারিত অর্থ জমা না রেখেই জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা লিপিকা ঘরামী বলেন, “বর্তমান চেয়ারম্যান রাফেজা বেগম কারাগারে রয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর নিজ সিদ্ধান্তে চাল বিতরণ করেছেন। আমাকে ব্যাংক হিসাব খোলা বা সঞ্চয় বাবদ অর্থ জমা রাখার কোনো নির্দেশনা দেননি। সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকেও লিখিত বা মৌখিক কোনো নির্দেশনা পাইনি।” তিনি জানান, ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ডের জন্য ৩১২ জন মহিলা আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২০২ জনকে তালিকাভুক্ত করে তিন মাসের চাল বিতরণ করা হয়েছে। অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন শাহ বলেন, “আমি ব্যাংক হিসাব খোলা বা সঞ্চয় বাবদ অর্থ জমা রাখার বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। সরকারি নির্দেশনা ছাড়াই চাল বিতরণ সম্পন্ন করেছি।” এ বিষয়ে কোটালিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী বলেন, “আমতলী ইউনিয়ন পরিষদকে লিখিতভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী ভিডাব্লিউবি কার্ডধারীদের ব্যাংক হিসাব খোলাসহ সঞ্চয় বাবদ অর্থ জমা রাখার বিষয়টি অবহিত করেছি। আমার কাছে সেই চিঠির কপিও রয়েছে। তারা কেন নির্দেশনা মানেননি, তা আমার জানা নেই।” তিনি আরও বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করার বিষয়টি তদন্ত করে আমতলী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” SHARES সারা বাংলা বিষয়: