ফ্যাসিস্ট আ. লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

মোঃ রেজাউল ইসলাম ।।

দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারত যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক।

‎‎শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উলিপুর পৌর শহরের বিভিন্ন বাজারে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ শেষে গুনাইগাছ মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।

‎‎আব্দুল খালেক বলেন, সীমান্তে হত্যা, পুশ-ইন-সহ নানাভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ফ্যাসিবাদবিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

‎‎তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা বন্দুকের মুখে শাসন কায়েম করেছিলেন। দীর্ঘ লড়াই-সংগ্রামের ফলে আজ জনগণের সামনে মত প্রকাশের স্বাধীনতার নতুন সুযোগ এসেছে। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

‎‎তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে রক্তের নদী বয়ে যাবে। কিন্তু ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিএনপির দায়িত্বশীল অবস্থানের কারণে কোথাও কোনো রক্তপাত হয়নি। আওয়ামী লীগের দ্বারা বিএনপির নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েও প্রতিশোধমূলক কিছুই করেনি, কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

‎‎এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা প্রমুখ।