কেন্দুয়ায় শামীমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়ায় গন্ডা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম এঁর স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৬ অক্টোবর) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়ার সভাপতিত্বে ও বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভুইঁয়া মজনুর সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হাফেজ আতাউর রহমান কাদেরী । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ । উল্লেখ্য গত ২ জুলাই রাতে নিখোঁজ হয় রফিকুল ইসলাম শামীম । এরপর গত ২৭ সেপ্টেম্বর অর্থাৎ ২ মাস ২৭ দিন পর গন্ডা ইউনিয়নের বিরান্দরি বিল থেকে পাওয়া লাশ/কংকালই শামীমের দাবি করেন তাঁর পরিবার ও স্থানীয় লোকজন । যদিও ডিএনএ টেস্ট ছাড়া এখনো নিশ্চিত নয় পুলিশ । SHARES সারা বাংলা বিষয়: