ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস পালিত: পরিবারে কন্যা শিশু আল্লাহর রহমত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫
তারেক মাহমুদ জয়  ।।
আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” স্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার কন্যা শিশু, অভিভাবক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।
আলোচনা সভায় ব্যক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাম্মেল করিম, জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. মনোয়ার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সহকারী জেলা প্রশাসক মো. মেহেদী হাসান সাগর, জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তোহরা বেগম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান।
এসময় জেলার বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, কন্যা শিশু ও অভিভাবকরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়। একটা পরিবারে কন্যা শিশু আল্লাহ পাকের রহমত স্বরূপ”। কন্যা শিশুকে সঠিক ভাবে লালনপালন করলে তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখতে পারবে। শিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেকটি নাগরিককে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। কন্যা শিশু প্রতিটি পরিবারের জন্য আশির্বাদ। নিপীড়ন, বাল্যবিবাহ, ইভটিজিং সহ সামাজিক অবিচার থেকে কন্যা শিশুদের সুরক্ষার দায়িত্ব সমাজ ও পরিবারের দায়িত্বশীলদের নিতে হবে।