শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫
মোঃ মুরাদ মিয়া ।।
সারাদেশের ন্যায় শেরপুরেও আজ শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। শেরপুরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
আজ (রোববার, ১২ অক্টোবর) সকাল ১১ টায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। শেরপুর শহরে  অবস্থিত ইদ্রিসিয়া কামিল মাদরাসায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ৷
জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৬৮০টি টিকা কেন্দ্র ও শিক্ষাকেন্দ্রের বাইরে আরও ১ হাজার ৩৫০টি টিকা কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়ছে ৷এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মো শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুওয়ান, প্রেসক্লাব সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন ।