জয়পুরহাটে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার।। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার প্রসার ও দক্ষ মুয়াল্লিম (শিক্ষক) তৈরির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাসব্যাপী “মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮ টায় পাঁচবিবি উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালিমুল কোরআন ফাউন্ডেশনের পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট তালিমুল কোরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—পবিত্র কোরআন শেখা ও শেখানো সবচেয়ে মহৎ কাজ। সমাজে ইসলামী চেতনা জাগ্রত করতে কোরআনের আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। এজন্য প্রয়োজন যোগ্য মুয়াল্লিম তৈরির। তালিমুল কোরআন ফাউন্ডেশনের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পাঁচবিবি উপজেলার উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন—কোরআন শিক্ষা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। যারা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, তারা ভবিষ্যতে সমাজে ইসলামী শিক্ষার প্রকৃত বার্তা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পাঁচবিবি উপজেলা শাখার সহকারী উপদেষ্টা বিশিষ্ট আলেম মাওলানা আব্দুস সালাম, মোঃ আলতাফ হোসেন মাষ্টার, মাওলানা সামছুল আলম মাষ্টার, উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, পৌর শাখার উপদেষ্টা মোঃ আবুল বাশার, গোলাম রব্বানী এবং প্রশিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইহাইয়া প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন—কোরআন শিক্ষা সহজ ও আকর্ষণীয় করার জন্য তালিমুল কোরআন ফাউন্ডেশনের ভূমিকা অনন্য। এই প্রশিক্ষণের মাধ্যমে মুয়াল্লিমগণ কোরআন শিক্ষা প্রদানে দক্ষ হয়ে উঠবেন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। SHARES সারা বাংলা বিষয়: