কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫ কোহিনূর আলম।। “হাত ধোয়ার নায়ক হোন” শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী । সহকারী শিক্ষক শওকত জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আফতাব উদ্দিন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জন স্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সাকী প্রমুখ । উক্ত অনুষ্ঠানে বক্তারা, হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন এবং বিশ সেকেন্ড সময় ধরে কিভাবে হাত পরিস্কার করতে হয়, সেই পদ্ধতি প্রদর্শন করেন । পরে শিক্ষার্থীরাও প্রদর্শনীতে অংশগ্রহণ করে । এ সময় উপস্থিত ছিলেন, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মারীবৃন্দ । প্রসঙ্গত প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রোগ প্রতিরোধের মূল কারণ হিসেবে সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী প্রচারাভিযান চালানো হয় । SHARES সারা বাংলা বিষয়: