শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান তারা, জনগণের উন্নয়নে কাজ করার অঙ্গীকার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫ রিফাত খান ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা,নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন শেরপুরের জননন্দিত নেতা ফজলুর রহমান তারা। নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়ন এর বাসিন্দা ফজলুর রহমান তারা রাজনীতির দীর্ঘ পথচলায় ছাত্রদল, বিএনপি ও দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দলীয় আন্দোলন, জেল-জুলুম ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও টিকে থাকার ইতিহাস তাঁকে করেছেন সংগ্রামী ও নির্ভরযোগ্য নেতা। তিনি বলেন, “নকলা-নালিতাবাড়ী বিএনপির ঘাঁটি। এই আসনে ৭০ শতাংশ ভোট ধানের শীষে পড়বে বলেই আমার বিশ্বাস।” তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করেছি। আজও আমাদের আন্দোলন চলছে। প্রতিশ্রুতি দিয়ে গা ঢাকা দেওয়াদের সময় শেষ। আমি জনগণের প্রতিনিধি হিসেবে শেরপুরকে একটি মডেল জনপদে রূপান্তর করতে চাই।” ফজলুর রহমান তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দেন। বর্তমানে তিনি শেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রাপ্ত রয়েছেন। এর আগে তিনি জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ ও শেরপুর সরকারি কলেজের জিএস পদে ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে নানা দমন-পীড়নের মধ্যেও ফজলুর রহমান তারা রাজপথে সক্রিয় থেকে দলের প্রতি তাঁর নিষ্ঠা ও নেতৃত্বগুণের প্রমাণ রেখেছেন। তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব চক্রান্ত প্রতিহত করতে হবে।” ফজলুর রহমান তারা বলেন- সকল ভেদাভেদ ভুলে আমরা যেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করি, এটাই হোক অঙ্গীকার।” শেরপুর-২ আসনে ফজলুর রহমান তারা ছাড়াও বিএনপি ও জামায়াত থেকে আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হলেও, জনসম্পৃক্ততা, দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক ত্যাগ-তিতিক্ষায় ফজলুর রহমান তারা এরইমধ্যে জনগণের ‘জনতার এমপি’ হিসেবে পরিচিতি পেয়েছেন। SHARES রাজনীতি বিষয়: