ভাঙ্গায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

মোঃ রিপন শেখ ।।

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রাম ও আলগী ইউনিয়নের শাহ মল্লিকদি গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে রায়পাড়া সদরদী গ্রামের মতিউর খাঁনের ছেলে রোহান খাঁন ও শাহ মল্লিকদি গ্রামের লুৎফর মাতুব্বরের ছেলে সিয়ামের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে গত শুক্রবার (২৪ অক্টোবর) শাহ মল্লিকদি গ্রামের কয়েকজন যুবক এসে রোহানকে মারধর করে।
এর পরদিন শনিবার সন্ধ্যায় রোহানের পক্ষের কয়েকজন যুবক শাহ মল্লিকদি গ্রামে গিয়ে মহাসীন মুন্সী ও মিজান শেখের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে শাহ মল্লিকদি গ্রামের একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে রোহানের দলকে ধাওয়া দেয়।
ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে রোহানের পক্ষের লোকজন পিছু হটে। এ সময় শাহ মল্লিকদি গ্রামের লোকজন রোহানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। সংঘর্ষে রোহানের বোন জেসমিন আক্তার আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”