“Best Change Maker” পুরস্কার পেলেন জাতীয় যুবশক্তি (এনসিপি)-র মাহামুদুল হাসান রাকিব

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
রিফাত খান ।।
“Best Change Maker” পুরস্কার পেলেন জাতীয় যুবশক্তি (এনসিপি)-র মাহামুদুল হাসান রাকিব।  গত বুধবার ২৯ অক্টোবর রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত হোটেল সিক্স সিজনে তরুণ নেতৃত্ব ও রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত চার মাসব্যাপী Young Leaders Fellowship Program-২৫ তম ব্যাচের  স্নাতক সমাপনী অনুষ্ঠানে  আয়োজন করা হয় । উক্ত  অনুষ্ঠানে “Best Change Maker” হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় যুবশক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক মাহামুদুল হাসান রাকিব।
এই ফেলোশিপ কর্মসূচিতে বিএনপি, এনসিপি, গণধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও সিপিবি–র  অঙ্গসংগঠন গুলোর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর বহুদলীয়  প্রশিক্ষণ কর্মসূচির ২৫তম ব্যাচ।
ফেলোশিপ চলাকালীন অংশগ্রহণকারীরা নিম্নলিখিত বিষয়গুলোতে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন—
জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন ব্যবস্থাপনা
গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা
দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র
নির্বাচন প্রক্রিয়া
রাজনীতিতে নারীর অন্তর্ভুক্তি
এছাড়া তারা মাঠপর্যায়ে গণতান্ত্রিক কার্যক্রম ও নেতৃত্ব বিকাশমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রশাসনিক উপদেষ্টা এমা উইন্ড
এনসিপির-র  যুগ্ন আহবায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় প্রতিনিধি নির্বাহী সদস্য মোঃ মোবারক হোসাইন
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রধান ক্যাথেরিন সিসিল
সহ গণধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।