সিরাজগঞ্জের এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদের উদ্যোগে ১২০তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫ এইচ এম হক চৌহালী।। সিরাজগঞ্জের এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদের উদ্যোগে আগামী ৭ ও ৮ নভেম্বর ২০২৫ইং (শুক্রবার ও শনিবার) দুই দিনব্যাপী ১২০তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলটি এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ মাঠে বাদ আছর থেকে শুরু হবে। মাহফিলের প্রথম দিন প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বেতার ও টেলিভিশনের নিয়মিত আলোচক হাফেজ ক্বারী মাওলানা মুশতাক আহমাদ সাহেব। দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব সাদিকুর রহমান আজহারী সাহেব। উভয় দিনের বক্তা হিসেবে থাকবেন মসজিদের ভারপ্রাপ্ত খতিব হাফেজ মাওলানা মোঃ শফিউল ইসলাম সাহেব। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব তিলাওয়াত পেশ করবেন। মাহফিলের সভাপতিত্ব করবেন এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা জোদ্দার সাহেব। মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে বয়ান শোনা ও দেখার বিশেষ ব্যবস্থা এবং তবারকের আয়োজন করা হয়েছে। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সেক্রেটারী আলহাজ্ব আব্দুল বাতেন সাহেব সর্বস্তরের মুসলিমদের মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। SHARES সারা বাংলা বিষয়: