বরিশাল -১ আসনে নির্বাচনী পালে হাওয়া দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫ মাজারুল ইসলাম।। বরিশাল -১ আসনে নির্বাচনী পালে হাওয়া সারাদেশের মতো বরিশাল-১(গৌরনদী- আগৈলঝাড়া) আসন নির্বাচনী পালে হাওয়া লেগেছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন-বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। মনোনয়ন ঘোষণার পরে স্থানীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে বাসায় ছুটে যান। এসময় জহির উদ্দিন স্বপন, দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।’ অপর মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সুপ্রীমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক, এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। মনোনয়ন বঞ্চিত এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, “আমাকে যারা ভালবাসেন, পছন্দ করেন, তাদের সবাইকে ধানের শীষ মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক।” উল্লেখ্য, গতকাল এক সংবাদ সম্মেলনে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। SHARES সারা বাংলা বিষয়: