ভাঙ্গায় জামাইবাড়িতে এসে শাশুড়ির মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউথিকান্দা গ্রামে মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলসুম বেগম (৬৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম ফরিদপুরের আজিনগর ইউনিয়নের চাঁড়াইল গ্রামের কালু মাতব্বরের স্ত্রী। তিনি মেয়ের জামাই ইনুসের বাড়িতে বেড়াতে এসেছিলেন সাউথিকান্দা গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ইনুসের বাড়ির পাকঘরের ভেতরে ঘাস কাটার মেশিনের বৈদ্যুতিক তারে হাত দিলে কুলসুম বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। SHARES সারা বাংলা বিষয়: